মোঃ এনামুল হক(বিপ্লব) কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
রাজারহাটে নাজিম খান বাজারে কোন অবরোধের প্রভাব নেই, কোনো প্রকার সহিংসতা ছাড়াই ও বিএনপি জামাতের নেতা কর্মীদের রাজ পথে দেখা যায়নি ।
প্রতিদিনের মত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা সরকারী অফিস আদালত খোল ছিলো। অভ্যান্তরীন সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।
বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা ৩ দিনের অবরোধের ১ম দিনে কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।
এদিকে অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
বিএনপি ও জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি খোঁজ খবর নিতে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল)
জনাব মোঃ মহিবুল ইসলাম পরিদর্শন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি)আবদুল্লাহ হিল জামান,এস,আই শহিদুল ইসলাম নাজিম খান ইউনিয়নের বিট অফিসার এ,এস,আই মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ হিল জামান (ওসি) বলেন, আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্ছ সতর্ক অবস্থায় আছে। জনগনের জালমালের ক্ষতি সাধনের চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবেনা। কঠোরহস্তে দমন করা হবে।
আজকের নলজুর/৩১অক্টোবর২৩/বিডিএন