1. admin@ajkernaljur.com : admin :
বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত - আজকের নলজুর
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:৪০|

বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩,
  • 71 দেখা হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালের ভোজপাতিয়ায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ অক্টোবর)বিকাল ৫টায় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বেতকাটা বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল আমিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

এসময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যত উন্নয়ন সারা দেশে করেছে, তা পূর্বের কোন সরকার করেনি। সারা দেশের মত বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের প্রতিটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সারা দেশের মতো স্মার্ট রামপাল-মোংলা গড়ার লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী উপমন্ত্রী হাবিবুন নাহার দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাই নেতা কর্মীরা মনে করেন এ আসনে হাবিবুন নাহারের বিকল্প কেউ নেই। তাই নেতৃবৃন্দ আবারও এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

আজকের নলজুর/২০অক্টোবর২৩/বিডিএন

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর
© All rights reserved © 2023 আজকের নলজুর
Design and developed By: Syl Service BD