রামপাল(বাগেরহাট)প্রতিনিধি:-
বাগেরহাটের রামপালে বিষপানে মুনিয়া রায়(৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি বুধবার (৮ নভেম্বর) বিকেল ৪.৪৫ মিনিটে তার বাড়িতে বিষপান করেন। সে উপজেলার বাঁশতলী ইউনিয়নের কুমারখালী গ্রামের মনোজ রায়ের স্ত্রী।
মৃতের পরিবার ও রামপাল থানা সূত্রে জানা গেছে যে, বুধবার বিকেলে মুনিয়া বিষপান করে। স্বামী বিষয়টি জানতে পেরে মুনিয়াকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কিছুক্ষণ পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান যে, আত্মহত্যার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে। মুনিয়া পারিবারিক অসন্তোষের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
আজকের নলজুর/০৮নভেম্বর২৩/বিডিএন