সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া ফুলতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব শেখ আকরাম হোসেনের পক্ষে ঈগল প্রতীকের গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
৩১শে ডিসেম্বর রোজ রবিবার উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা, গাবতলা,গায়েরহাট সহ গ্রামের বিভিন্ন স্থানে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। শেষে সন্ধ্যায় মাদারতলা বাজার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও আওয়ামী লীগ নেতা জনাব গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
এ্যাড,জনাব নিউটন মন্ডলের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ জনাব মঞ্জুর মোরশেদ,অধ্যাক্ষ অবঃ জনাব এবিএম শফিকুল ইসলাম,৭ নং শোভনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব সরদার আব্দুল গনি,অধ্যাপক জনাব শশাঙ্ক সরকার,১৪ নং মাগুরখালী সাবেক ইউপি চেয়ারম্যান জনাব দীনবন্ধু বালা,
তরুন সমাজ সেবক জনাব সুজিত মন্ডল,অধ্যাপক জনাব কে এম হযরত আলি,অধ্যাপক জনাব হুমায়ুন কবির,এ্যাড জনাব আশরাফুল আলম রাজু,জনাব দেবব্রত বিশ্বাস, জনাব দেবেন্দ্র নাথ বাছাড়,ডাঃ জনাব হরিদাস মন্ডল, জনাব অনিমেশ সরদার, জনাব দিপঙ্কর বাছাড়, সাবেক ইউপি সদস্য জনাব মিলন মন্ডল,সাবেক ইউপি সদস্য জনাব গৌরাঙ্গ মন্ডল,ইলা রানী বৈরাগী প্রমুখ।
আজকের নলজুর/৩১ডিসেম্বর২৩/বিডিএন