খান আরিফুজ্জামান(নয়ন), খুলনা প্রতিনিধি:-
ডুমুরিয়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানকে ডুমুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম।
বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি এম এ এরশাদ, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসন, যুগ্ম সম্পাদক সাব্বির খান ডালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ এনামুল বাসার টিটো,নির্বাহী সদস্য সুজিত মল্লিক, ইলিয়াস হুসাইন, এম এ মজিদ, মোক্তার হোসেন, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, সুমন ব্রম্ম,খান আরিফুজ্জামান(নয়ন),
এস কে বাপ্পী, বাধন মন্ডল প্রমুখ।
উল্লখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বদলি হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। তিনি গত ১ বছর ৭ মাস ডুমুরিয়া উপজলায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যোগদান করেছেন পাশের উপজেলা বটিয়াঘাটায়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ডুমুরিয়ায় যোগদান করেছেন।
আজকের নলজুর/১১ডিসেম্বর২৩/বিডিএন