খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি খুলনা:-
ডুমুরিয়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক অনির্বাণ পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি মোঃ আশরাফুল আলম’র পিতা মোঃ বিএম আফছার উদ্দীন
(৯৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাত ৪টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি -ইন্না -ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুম বিএম আফছার উদ্দীন ৪ পূত্র ও ৫ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছে।
শুক্রবার জুম্মাবাদ জানাযা নামাজ থুকড়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাংবাদিক সমাজসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাজা শেষ মরহুমের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আজকের নলজুর/১৯জানুয়ারি২৪/বিডিএন