সুনামগঞ্জ প্রতিনিধি:-
“যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন এএসআই হুুমায়ুন, কনস্টেবল আল আমিন, জিয়া উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কিছু অসাধু কর্মকর্তার কারনে আমরা আজ জাতির কাছে ভিলেনে পরিনত হয়েছি। আজ আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। যাদের কারনে আমাদের এই অবস্থা আমরা তাদের বিচার চাই। বক্তারা আরো বলেন, কোন সরকারের আজ্ঞাবহ হয়ে আমরা আর চলতে চাই না। আমাদের এগারো দফা দাবী না মানা পর্যন্ত কোন পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিবে না।
আজকের নলজুর/১০আগস্ট২৪/জু:আ:হা:
সম্পাদকঃ জুবায়ের আহমদ হামজা, বার্তা সম্পাদকঃ বিপ্লব দেবনাথ। অফিস: ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Email:- ajkernaljur@gmail.com Mob:- 01880597469