রূপগঞ্জ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের একটি ব্রীজের নিচ থেকে মানব দেহের কংকাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রীজের নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এ কংকাল উদ্ধার কর হয়।
সড়কের নির্মান কাজে রত নিরাপত্তা কর্মী আবু তাহের জানান, দুপুরে ৪ নম্বর সেতুর উত্তর পাশে বসে বিশ্রাম করছেন। এসময় তিনি মাটির বাইরে কাপড় দেখতে পেয়ে তিনি কাপড় টেনে বের করলে মানুষের মাথার খুলি দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাথার খুলিসহ ৪০ টি হাড় উদ্ধার করে।
এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মানব দেহের ৪০ টি হাড়গোড় উদ্ধার করা হয়। পরিচয় সনাক্তের জন্য উদ্ধার হওয়া হাড়গুলো ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকের নলজুর/২৩সেপ্টেস্বর২৪/বিডিএন
সম্পাদকঃ জুবায়ের আহমদ হামজা, বার্তা সম্পাদকঃ বিপ্লব দেবনাথ। অফিস: ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Email:- ajkernaljur@gmail.com Mob:- 01880597469