সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে গৃহবধূর প্রতিবন্ধী সন্তানকে কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গৌরারং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিন মিয়াকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী নারীর পরিবার।
বৃহস্পতিবার দুপুরে পৌরবিপনীস্থ একটি অফিস কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে ইউপি সদস্যের এসব অপকর্মের কথা তোলে ধরে ভোক্তভোগী ওই নারী বলেন, আমার স্বামী ও এক প্রতিবন্ধী সন্তান নিয়ে লালপুর গ্রামের মুজিবপল্লীতে বসবাস করে আসছি। আমার প্রতিবন্ধি সন্তানকে একটি প্রতিবন্ধি কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে লালপুর গ্রামের আব্দুর রহিম তার ঘরে ডেকে নিয়ে যায়। তার স্ত্রী আমাকে বলে সেখানে গিয়ে মমিন মেম্বারের সাথে যোগাযোগ করতে। আমি সরল বিশ্বাসে তার ঘরে গেলে দেখতে পাই পূর্ব থেকেই সেখানে মুমিন মেম্বার বসে আছে।
আমাকে ঘরে ঢুকিয়েই আব্দুর রহিম ও তার স্ত্রী বাহির থেকে দরজা বন্ধ করে চলে যায়। এই সুযোগে আমি কিছু বুঝে উঠার আগেই মমিন মেম্বার আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং একটি ভিডিও ধারন করে রাখে। পরবর্তীতে আমি যদি এই বিষয় কাউকে জানাই তাহলে ভিডিও ভাইরাল করে আমার মানহানি করার হুমকি প্রদান করে। তার সাথে পুনরায় মেলামেশা না করলে সে আমাকে ও আমার স্বামীকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এতদিন তার ভয়ে ও মানসম্মানের বিষয় চিন্তা করে আমি কাউকে কিছু না জানানোতে এ বর্বরতা বেড়েই চলছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের দারস্থ হয়েছি। আমি এর সঠিক বিচার চাই। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।
আজকের নলজুর/০৩অক্টোবর২৪/বিডিএন
সম্পাদকঃ জুবায়ের আহমদ হামজা, বার্তা সম্পাদকঃ বিপ্লব দেবনাথ। অফিস: ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Email:- ajkernaljur@gmail.com Mob:- 01880597469