1. admin@ajkernaljur.com : admin :
জগন্নাথপুরে হাওরের ১০০ বছর ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - আজকের নলজুর
১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ২:৩৩|

জগন্নাথপুরে হাওরের ১০০ বছর ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪,
  • 28 দেখা হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি:-

গ্রামীণ জনকল্যাণ সংসদের আয়োজনে ও হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা সদর জামে মসজিদের কনফারেন্স রুমে গ্রামীণ জনকল্যাণ সংসদের চেয়ারম্যান জামিল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক মোঃ আখতারুজ্জামান।

তিনি বলেন, হাওর বাঁচাতে হবে কিন্তু বাংলাদেশের হাওরের বড় আতংক পলি। বছরে প্রায় ১ বিলিয়ন টনেরও অধিক পলি বাংলাদেশের ভূ-ভাগে আসছে এবং জমা হচ্ছে। যা সুন্দর আগামীর জন্য সুখকর নয়। এ থেকে উত্তরণে না নিলে আগামী ৫০ বছরে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। এছাড়া হাওরে আফালের তান্ডবে প্রতিবছর মানুষ নিঃস্ব হচ্ছে। তাই হাওরে বেশি বেশি করে করচ, হিজল লাগাতে মানুষকে উৎসাহিত করতে হবে। এছাড়া পরিবেশবান্ধব এই গাছ গুলো মাছ ও পাখির অভয়ারণ্য।

তিনি আর বলেন, ৪৩ পার্সেন্ট জলাভূমিতে প্রত্যেক সচেতন নাগরিক ১ কেজি করে মাছ চাষ করলে মাছের অভাব হবে না এদেশে। এছাড়া মানুষের দেহ ও মনের স্বাস্থ্যের জন্য হাওরে বিনোদন কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রাকৃতিকভাবে মৎস্য অভয়ারণ্য ও প্রাকৃতিক বনজ গাছগুলো রক্ষণাবেক্ষণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।

মোঃ আব্দুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- এনটিভি ইউরোপ প্রতিনিধি ও জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল হাই, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুহিবুর রহমান।

উপস্থিত ছিলেন- দিরাই প্রেসক্লাব সভাপতি মোঃ শামসুল ইসলাম সরদার খেজুর, সাংবাদিক আমিনুল হক সিপন, হুমায়ুন কবীর, আমিনুর রহমান জিলু, তৈয়বুর রহমান, ডিএসএস ফাউন্ডেশন, দিরাই এর চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ ও মসজিদের ইমাম- মোয়াজ্জিনসহ শতাধিক অংশগ্রহণকারী।

আজকের নলজুর/২৯নভেম্বর২৪/বিডিএন

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর
© All rights reserved © 2023 আজকের নলজুর
Design and developed By: Syl Service BD