কবি-আব্দুল মুকিত মুখতার।
‘ইসলাম জিন্দা হোতা হায়
কারবালাকে বাদ’
কি লাভ হবে বিরাণভূমিতে
গাইলে জিন্দাবাদ?
ঘটে যদি ফের কারবালা
সবাই যদি হয় ধ্বংস
কে মুসলমান কারে বলবো
কে কার কোন বংশ?
চমকে উঠি সংবাদপত্রের
সেই খবরটি পড়িয়া
সিনেগোগ নাকি বানাবে ওরা
আল—আকসা ভাঙ্গিয়া।
হায় মুসলমান! কোথায় তুমি
কোথায় সালাহ উদ্দিন
কখন তোরা জাগবে আবার
ফের দেখাইতে শুভদিন।
গাজাবাসী মরছে আজ
চারিদিকে সেই কারবালা
নিরব দর্শক বিশ্ব মুসলিম
বোধ বিবেকে লাগিয়ে তালা।
মিছিলে যায় চিৎকার পাড়ে
মিডিয়ায় দেয় বিবৃতি
হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা
তলে তলে দেয় স্বীকৃতি।
মুসলিম বিশ্বের কয়েকটি দেশ
নামেই তারা মুসলমান
আসলে তারা বিশুদ্ধ মুনাফিক
মধ্যস্থতার দিচ্ছে বয়ান।
ঠিক তা করছে আরব লীগ
ওআইসির কিছু নেতা
হত্যাকারীর সাথে আবার
কিসের হবে সমঝোতা?
ট্রাম্পের এই শুল্কনীতির
বুঝেনা তারা রাজনীতি
মরণদশায় পড়েছে মার্কিন
ঘটেছে বিশাল মুদ্রাস্ফীতি।
কূল রাখি না শ্যাম রাখি
ফাটা বাঁশের চিপায়
পশ্চিমারা ঢুকেছে এবার
পড়েছে ভীষণ বেকায়দায়।
ইউকরাইন তাদের গলার কাটা
ইসরাইল উঠেছে ঘাড়ে
হুথির আঘাতে কোমর ভাঙ্গা
হাঁটতে নাহি পারে।
ইহুদী—মার্কিন জাত শত্রু
মুসলমান কেন ভয় পাবে
হামাসের ডাণ্ডায় পথ খোঁজছে
কোন পথে আজ পালাবে।
মরতে চায় না পালাতেও পারে না
এমনি চলছে করুণদশা
শুল্ক লড়াই চালু করে
বিশ্বকে দেখাচ্ছে সবুজ শশা।
মহা বিপদ চোখের সামনে
নাকের ডগায় যমদূত
ইহুদী—মার্কিন ধ্বংস করতে
বদরপথে বইছে স্রোত।
আরেকটা বদর দেখবে বিশ্ব
ঐ নেতারা ধ্বংস হবে
ফিলিস্তিন হবে বিশ্ব বিজয়ী
হামাস বিজয় কে ঠেকাবে।
আজকের নলজুর/আরএন/২৩-এপ্রিল-২৫ইং