মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের ঘাটাইলে দিনব্যাপী রসুলপুর ইউনিয়নে প্যাচ্যার মোড়, মাষ্টার বাড়ি মোড়, ঘাটাইল কলেজ মোড়, ট্রাফিক স্কুল ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় হেলমেট আছে যার, ফুল হবে তার এই শ্লোগানকে সামনে রেখে ঘাটাইলে শুরু হয় মোবাইল ট্রাফিক স্কুল। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এই মোবাইল ট্রাফিক স্কুল কার্যক্রমে বিভিন্ন পথচারীকে লিফলেট বিতরণ ও হেলমেট পরিহিতদের ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। যাদের হেলমেট নেই তাদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক স্কুল পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ। ২৩ জনকে ২০হাজার পাঁচশত টাকা জরিমানাও করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান চলমান থাকবে।
আজকের নলজুর/আরএন/১৫-মে-২৫ইং