ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের ঘাটাইলে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন ও বিক্রির দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার(১৮ মে) রাত ১২ টায় ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের আলু পাকুটিয়া নামক স্থানে অবৈধভাবে ভেকু দিয়ে জমির শ্রেণি পরিবর্তন করে মাটি কাটা ও বিপণনকারী লাল মাহমুদ (৫৬)- কে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পরিবহনকারী ট্রাক চালক জয়নাল(২৫) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ফরিদপুর মেট্রো -ড-১১-০১৬০ এবং ঢাকা মেট্রো ড-১১-৬৯৬৬ নামীয় ২টি ট্রাক রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করা হয়। এ সময় ২ টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ দৈনিক আলোকিত সকাল কে বলেন জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
আজকের নলজুর/আরএন/১৯-মে-২৫ইং