1. admin@ajkernaljur.com : admin :
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ন সভা: দ্রুত সময়ের মধ্য আর্চ সেতুর কাজ সম্পন্নের তাগিদ - আজকের নলজুর
২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৭:৩২|

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ন সভা: দ্রুত সময়ের মধ্য আর্চ সেতুর কাজ সম্পন্নের তাগিদ

রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫,
  • 27 দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপজেলা পরিষদের নিকটে গোডাউন সংলগ্ন নলজুর নদীর উপর নির্মানাধীন আর্চ সেতুর কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে তাগিদ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্যাহ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, ওসি তদন্ত মোঃ জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানজিম আহমদ,সুনামগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অতিরিক্ত পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও জগন্নাথপুর সরকারী গার্লস হাইস্কুলের সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আফজাল হোসেন, ছিলাউরা হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা ফুড অফিসার শাহাব উদ্দিন, আবাসিক বিদ্যুৎ উপ প্রকৌশলী পাভেল আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ বনবিভাগ কর্মকর্তা জাফর আহমদ ও পাইলগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজব উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্যাহ বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্হিতি দিন কে দিন উন্নতি হচ্ছে। সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট জিয়াউর রহিম শাহিন উপস্হিত সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, কোরবানির পশুর বাজার গুলোতে যাতে শৃঙ্খলা থাকে এবং সড়কের উপর যাতে পশুর হাট না বসে এ ব্যাপারে সবাইকে নজর রাখতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু বলেন, গোডাউন সংলগ্ন নলজুর নদীর উপর আর্চ সেতুর কাজ গত বছর শেষ করার কথা থাকলেও এখনও শেষ না হওয়ার এলাকাবাসী খুবই দূর্ভোগে রয়েছেন। সেতু নিয়ে খামখেয়ালি পনা মেনে নেওয়া যায়না। তিনি জনবল বৃদ্ধি করে দ্রুত সময়ের মধ্যে সেতুটির কাজ সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ পর্যায়ে উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এই আর্চ সেতুটির কাজ সম্পন্নের প্রতিশ্রুতি দেন।

আজকের নলজুর/আরএন/২২-মে-২৫ইং

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর
© All rights reserved © 2023 আজকের নলজুর
Design and developed By: Syl Service BD