মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঔষধ ব্যবসায়ীরা ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি। এ কর্মসূচি পাঁচবিবি ফার্মেসি মালিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।সারাদেশের ন্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ২২ মে সকাল ১১.০০ ঘটিকার সময় পাঁচবিবি পাঁচমাথা চত্বরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পাঁচবিবি পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ব্যবসায়ীরা তাদের দাবি গুলো তুলে ধরেন ১. ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি: বর্তমান কমিশন হার কম হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, কমিশন হার বৃদ্ধি করে ব্যবসায়ীদের আর্থিক স্বার্থ সংরক্ষণ করা হোক। ২. মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপন: মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নিয়ে তা প্রতিস্থাপন করার জন্য ঔষধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ৩. লাইসেন্সবিহীন ফার্মাসীতে ঔষধ সরবরাহ বন্ধ: অননুমোদিত ও লাইসেন্সবিহীন ফার্মাসীগুলোতে ঔষধ সরবরাহ বন্ধ করার দাবি জানানো হয়েছে, যাতে বাজারে শৃঙ্খলা বজায় থাকে। ৪. ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ: ঔষধের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায়, সরকারের পক্ষ থেকে ঔষধের মূল্য নির্ধারণের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। তারা জানান, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর কমিটির সভাপতি ও বন্ধন ফার্মেসির স্বাধিকারী হেদাইতুল ইসলাম, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পাঁচবিবি পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মা মেডিসিনের স্বাধিকারী ফয়সাল আহম্মেদ,সিনিয়র সহ সভাপতি গাউছুল আযম (সবুজ),সহ সভাপতি আঃমজিদ, নাজমুল ইসলাম আওলাই ইউনিয়নের সভাপতি,বাগজানা ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান,মোঃ মাসুদ সহ-সভাপতি ধরঞ্জী ইউনিয়ন,আঃ মজিদ সভাপতি কুসুম্বা ইউনিয়নসহ সর্বস্তরের ঔষধ ব্যবসায়ীগণ। ঔষধ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।
আজকের নলজুর/আরএন/২২-মে-২৫ইং