পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরামন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮টার দিকে উপজেলার কোদালিয়া গ্রামের খলিল হাজীর বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হিরামন কোদালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি আংশিক বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে হিরামন নিজ ঘরে একটি টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের নলজুর/আরএন/২০-মে-২৫ইং
সম্পাদকঃ জুবায়ের আহমদ হামজা, বার্তা সম্পাদকঃ বিপ্লব দেবনাথ। অফিস: ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Email:- ajkernaljur@gmail.com Mob:- 01880597469