1. admin@ajkernaljur.com : admin :
কিওর-এর জলজ সমৃদ্ধি প্রকল্পের নিরাপদ সুপেয় পানি পান করছেন শতাধিক লোক - আজকের নলজুর
২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৮|

কিওর-এর জলজ সমৃদ্ধি প্রকল্পের নিরাপদ সুপেয় পানি পান করছেন শতাধিক লোক

রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, মে ২১, ২০২৫,
  • 45 দেখা হয়েছে

সালেহ আহমদ (স’লিপক):-

কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (কিওর)-এর উদ্যোগে জলজ সমৃদ্ধি প্রকল্প এর আওতায় বিভিন্ন সময়ে মৌলভীবাজার সদর ও রাজনগর এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন করা হয়। এসব টিউবওয়েল স্থাপনের ফলে নিরাপদ সুপেয় পানি পান করার সুযোগ পাচ্ছেন এসব এলাকার শতাধিক লোক।

কিওর জলজ সমৃদ্ধি প্রকল্প-১ এর আওতায় গত বছরের ৬ মার্চ মৌলভীবাজার সদর উপজেলার নয়া সোনাপুর গ্রামের হেলাল মিয়ার বাড়িতে নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃটেন প্রবাসীর অর্থায়নে এবং ১৫ এপ্রিল রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের শামীমা বেগমের বাড়িতে ও ১০ জুন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সালাম মিয়ার বাড়িতে এবং সম্প্রতি জলজ সমৃদ্ধি প্রকল্প-২ এর আওতায় মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আতানগিরি গ্রামের রাজু মিয়ার বাড়িতে কিওর-এর নিজস্ব অর্থায়নে টিউবওয়েলগুলো স্থাপন করা হয়।

কিওর জলজ সমৃদ্ধি প্রকল্পগুলো বাস্তবায়নে কাজের তদারকি এবং উদ্বোধনী অনুষ্ঠানে কিওর উপদেষ্টা শামসুল ইসলাম রাসেল, ইমা বেগম, শিপন দেব, চেয়ারপার্সন শাহ্ তানভীর আহমেদ রিমন, ভাইস চেয়ারপার্সন ফাতেমা জান্নাত রিয়া সহ কিওর ভলান্টিয়ার্সগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জলজ সমৃদ্ধি প্রকল্প-১ এর সুবিধাভোগী সদর উপজেলার সোনাপুর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী বলেন, আগে আমাদের খাবার পানি ২০/২৫ মিনিট হেঁটে গিয়ে আনতে হতো। রমজান মাস কিংবা বৃষ্টির দিনে তা ছিলো খুবই কষ্টকর। এখন পানির টিওবওয়েল থাকায় আমাদের নিরাপদ পানির জন্য টেনশন করতে হয়না।

রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের সুবিধাভোগী শামীমা বেগমের বলেন, টিউবওয়েল স্থাপনের ফলে আশপাশের কয়েকটি পরিবার খাবার পানির অভাব থেকে রেহাই পেয়েছে। জলজ সমৃদ্ধি প্রকল্প-২ এর সুবিধাভোগী মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের রাজু মিয়া বলেন, আমার জায়গায় টিউবওয়েল স্থাপন করলেও এলাকার যেকেউ এর পানি ব্যবহার করতে পারবেন। কিওর এর আন্তরিকতায় আমরা আজ খাবার পানি পাচ্ছি।

কিওর এডভাইজার শিপন দেব বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের আন্তরিক ও বাস্তবভিত্তিক উদ্যোগ কেবল মানবিক দায়িত্বই পালন করে না বরং একটি অন্তর্ভুক্তিমূলক, স্বাস্থ্যসম্মত ও টেকসই সমাজ গঠনে দৃষ্টান্ত স্থাপন করে। এই কারণেই উদ্যোগটি সম্মানিত হওয়ার দাবি রাখে।

কো-ফাওন্ডার লুৎফুর রাহমান রাসেল বলেন, এই প্রকল্প শুধু পানি সরবরাহ নয় বরং স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও স্যানিটেশন বিষয়ে ভাবনার পরিবর্তন এনেছে। যা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এতে করে এসডিসি-৬ এর লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমানও উন্নত হচ্ছে। এব্যাপারে কিওর-এর ভাইস চেয়ারপার্সন ফাতেমা জান্নাত রিয়া জানান, সমাজের সুবিধাবঞ্চিত লোকদের জন্য আমরা বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছি। টিউবওয়েল স্থাপন এর মধ্যে উল্লেখযোগ্য একটা প্রকল্প। স্বাস্থ্য নিয়ে জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই, সবাই যাতে সুপেয় নিরাপদ খাবার পানি পান করে।

কিওর-এর চেয়ারপার্সন শাহ্ তানভীর আহমেদ রিমন জানান, সুবিধাবঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছি। নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে জলজ সমৃদ্ধি প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে এ কার্যক্রম চালিয়ে যাবো।

আজকের নলজুর/আরএন/২১-মে-২৫ইং

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর
© All rights reserved © 2023 আজকের নলজুর
Design and developed By: Syl Service BD